শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছে ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। তামিম ইকবালের পর হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন জয়।
১৬২ বলে ১২টি চারে শতক পূর্ণ করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভারে বিনা উইকেটে ১৪০ রান। তামিম ৭৯ ও জয় ৫১ রানে অপাজিত আছেন।
আগের দিন শেষে বিনা উইকেটে ৭৬ রান নিয়ে মঙ্গলবার সকালে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা। তামিম ইকবাল ৩৫ ও মাহমুদুল হাসান জয় ৩১ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। দিনের শুরুতেই হাফসেঞ্চুরি পূর্ণ জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।
এরপর জয় পূর্ণ করেন হাফসেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে এটি তামিমের ৩২ তম হাফসেঞ্চুরি আর তরুণ জয়ের দ্বিতীয়। ১১১ বলে ৮ বাউন্ডারিতে হাফসেঞ্চুরি তুলে নেন জয়।
সোমবার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিকরা পিছিয়ে আছিল ৩২১ রানে। এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাথিউসের অসাধারণ ব্যাটিংয়ে ৩৯৭ রান সংগ্রহ করে সফরকারীরা শ্রীলঙ্কা।
জবাবে দ্বিতীয় দিন শেষে বিকেলে নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৭৬ রান তুলেছে বাংলাদেশ। তামিম ইকবাল ৩৫ ও মাহমুদুল হাসান জয় ৩১ রানে অপরাজিত থাকেন।
একুশে সংবাদ/এসএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

