AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোডস অনেক অভিজ্ঞ দলের জন্য ভালো হবে-সালাহউদ্দিন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:৫৬ পিএম, ১৭ জানুয়ারি, ২০২২
রোডস অনেক অভিজ্ঞ দলের জন্য ভালো হবে-সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার পর ফের বাংলাদেশে এসেছেন স্টিভ রোডস। তবে জাতীয় দলের হয়ে নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে দেখা যাবে তাকে। একই দলের হেড কোচের দায়িত্বে আছেন দেশের বরেণ্য কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। দুজনের উপস্থিতিতে আজ (সোমবার) মিরপুরে প্রথমবারের মতো দলগত অনুশীলন করে কুমিল্লা।

অনুশীলনে পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সালাহউদ্দিন। তবে দলে রোডসের ভূমিকা ঠিক কী হবে জানতে চাইলে সালাহউদ্দিনের ব্যাখ্যা, ‘ভালো কিছু পেলে, দলের লাভ হলে তো খারাপ কিছু না। উনি অনেক অভিজ্ঞ, বাংলাদেশেরও প্রধান কোচ ছিলেন। বাংলাদেশের অন্যতম সফল কোচ। তার মাথা থেকে অনেক ভালো কিছু আসতে পারে। আমাকে হয়তো অনেক ভালো তথ্য দেবে, আমি হয়তো ভালো কিছু শিখতে পারব।’

এছাড়া সালাহউদ্দিন বলেন,‘সে খুব বিনয়ী, ভালো মানুষ। এসেই ছেলেদের কাছে নিজের ভূমিকা পরিস্কার করেছে। ভালো ভালো কিছু পরামর্শ দিয়েছে, কিভাবে কী করতে হবে এসব নিয়ে। সে দলের পরামর্শক হিসেবে আছে।’

দলে রোডসের অন্তর্ভুক্তি নিয়ে খুশি হলেও ভালোমন্দের দায় দিতে চান না সালাহউদ্দিন। সালাহউদ্দিন জানিয়ে রাখলেন, অন্যের মাথা থেকে ব্রেন ধার করে না করে সকল সিদ্ধান্ত নিতে চান নিজেই। সালাহউদ্দিন বলছিলেন, ‘এরকম হওয়ার সুযোগ খুব কম। আমি একটা জিনিস বিশ্বাস করি- যখন খেলা চালাবো তখন আমার নিজের মাথা থেকেই ভুল করব। আমি অন্যের মাথা থেকে ভুল করতে রাজি না। যদি ভুল করি ওখান থেকে কিছু শিখতে পারব। আরেকজনের মাথা থেকে ভুল করার সুযোগ আমার নেই, সেই ক্যারেক্টারও নেই। যদি ভুল হয়, পুরো দোষটা আমারই হবে। ভালো হলেও আমারই হবে। অন্যের মাথা থেকে ব্রেন ধার করে আমি খুব কম কাজ করি।’

একুশে সংবাদ/এসএস

Link copied!