AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এশিয়ান একাডেমিক হাইব্রিড দাবা চ্যাম্পিয়ুনশিপ-২০২১


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:২৯ পিএম, ২৫ নভেম্বর, ২০২১
এশিয়ান একাডেমিক হাইব্রিড দাবা চ্যাম্পিয়ুনশিপ-২০২১

এশিয়ান দাবা ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশন ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির আয়োজনে এশিয়ান একাডেমিক হাইব্রিড দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষস্থানে রয়েছে। শ্রীলংকার ন্যাশনাল চেস একাডেমি ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দুপুর ১২-০০ টা হতে অনলাইন দাবা প্লাটফরম টরনেলোতে হাইব্রিড পদ্ধতিতে পঞ্চম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

পঞ্চম রাউন্ডের খেলায় এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ২.৫-১.৫ গেম পয়েন্টে শ্রীলংকার ন্যাশনাল চেস একাডেমিকে পরাজিত করে। এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির পক্ষে সাকলাইন মোস্তফা সাজিদ ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম যথাক্রমে ন্যাশনাল চেস একাডেমির অমরাতুঙ্গা খোসালা সন্দিপা চামিকারাকে ও ইন্দ্রজিৎকে পরাজিত করেন।

এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির সাদাত কিবরিয়া অয়ন ন্যাশনাল চেস একাডেমির নেভানসা এসানদির সাথে ড্র করেন ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ্যাশনাল চেস একাডেমির ফিদে মাস্টার ডি সিলভার কাছে হেরে যান।  বাংলাদেশের বসির মেমোরিয়াল চেস একাডেমি ০-৪ গেম পয়েন্ট ইরানের পিশগাম নভিন-২ এর কাছে হেরে যায়। বসির মেমোরিয়াল চেস একাডেমির কাজী আফসান রওনক আনান আইয়ান রহমান, রিদওয়ান রব্বানী ও ওয়ারসিয়া খুশবু যথাক্রমে পিশগাম  নভিন-২ এর মোহাম্মদি মোহাম্মদ আমিন, বাহাদুরি আরশ, মোহাম্মদ ইব্রাহীমখান আবরি দোরসা ও মোহাম্মাদি মরিয়মের কাছে হেরে যান

। আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ সময় দুপুর ১২-০০ টা হতে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে। এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ইয়েসের আদেন চেস একাডেমির সাথে ও বসির মেমোরিয়াল চেস একাডেমি ইরানের পিশগাম নভিন-৩ এর সাথে খেলবে। বাংলাদেশের উভয় দল দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে খেলবে।

Link copied!