একের পর এক মৃত্যুসংবাদে ক্রীড়াঙ্গনে পড়েছে শোকের ছায়া। এবার দেশের ফুটবল অঙ্গনের পরিচিত মুখ আহমেদ সাঈদ আল ফাতাহ পাড়ি জমালেন না ফেরার দেশে। তিনি ছিলেন সাইফ গ্লোবাল স্পোর্টসের মহাব্যবস্থাপক।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকা ক্যান্টনমেন্টে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফাতাহ। ঢাকা ক্যান্টনমেন্টের ২ নম্বর রোডে আল্লাহু কেন্দ্রীয় মসজিদে সকাল ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও কাজ করেছেন ফাতাহ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ছিলেন তিনি। আহমেদ সাঈদ আল ফাতাহর ফুটবলের বাইরেও অন্যান্য খেলাধুলা নিয়েও ছিলো সমান আগ্রহ।
একুশে সংবাদ/স/তাশা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

