AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সমাপ্ত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৪০ এএম, ২ জুন, ২০২১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সমাপ্ত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) ২০২১ এর উপজেলা পর্যায়ের ষাট মিনিটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১লা জুন ২০২১ মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় সদর উপজেলার ঈশান গোপালপুর বনাম গেরদা ইউনিয়নের (অনুর্ধ-১৭) ফুটবল টিমের খেলা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টে গেরদা ইউনিয়ন টিম দুই গোল প্রদান করে বিজয়ী হয়েছে। প্রতিপক্ষ ঈশান গোপালপুর ইউনিয়নের টিম একটি গোল প্রদান করেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল-আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মজনু, ডিক্রীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিন্টু, নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুজ্জামান মোস্তাক, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা।

অতিথিদের মাঝে উপস্থিত জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এম এ নাঈম, সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাখারী, উপজেলা সমন্বয়কারী আমার বাড়ী আমার খামার প্রকল্প মোঃ নজরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর নূর আলম, ঈশান গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী (সিএ) কামাল হোসেন প্রমুখ।

এছাড়াও গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আইয়ুব হারিজ মিয়া, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-বালক (অনুর্ধ-১৭) ফাইনাল খেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম বাখুন্ডায় অনুষ্ঠিত হয়েছে।

এ ফাইনাল খেলার প্রথমার্ধে গেরদা ইউনিয়নের টিম ১ গোল দিয়েছে ও পরবর্তী গোল দ্বিতীয়ার্ধে আরেকটি গোল দিয়েছে। ঈশান গোপালপুর ইউনিয়নের ফুটবল টিম একটি গোল প্রদান করেছে খেলার দ্বিতীয়ার্ধে।

ঈশান গোপালপুর ইউনিয়ন টিমের জিল্লু ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত, গেরদা ইউনিয়ন টিমের ম্যান অফ দ্যা টুর্নামেন্ট আলামিন। গেরদা ইউনিয়ন টিমের পক্ষে গোল করেন রনি, শাফায়াত।

খেলাটি ধারাভাষ্য বক্তব্য প্রদান করেন নাজমুল হক সুমন ও ইলিয়াস হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার স্বর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বৈশ্বিক দূর্যোগের বছর পার হয়ে গেছে। এখনও এর সংকট রয়েছে। এজন্য সকলকেই মাস্ক পরে চলতে বলেন ও নিরাপদ দুরত্ব বজায় রেখে চলতে বলেন।

খেলা শেষে বক্তাদের মাঝে এ মিনি স্টেডিয়ামের জন্য আরও একটি গ্যালারী তৈরীর দাবি জানান গেরদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আইয়ুব হারিজ মিয়া।

উপরোক্ত দাবির বিষয়ে জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

 

 

একুশে সংবাদ/নাজমুল 


 

Link copied!