AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লাবণ্য অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা পেলেন সাংবাদিক ইসমাইল হোসেন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩৭ পিএম, ২৪ মে, ২০২৫

লাবণ্য অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা পেলেন  সাংবাদিক ইসমাইল হোসেন

বাংলাদেশের পরিবেশ ও সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এসএ টেলিভিশনের সাংবাদিক এবং “দুর্বার যুব উন্নয়ন সংস্থা”-এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. ইসমাইল হোসেনকে “সংগঠক ক্যাটাগরি”-তে লাবণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু একাডেমিতে “কচিকাঁচার মেলা” আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিকেল ৩টা থেকে পুরস্কার প্রদান পর্ব শুরু হয়। দেশের বরেণ্য ব্যক্তিত্ব, জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, আন্তর্জাতিক পর্যায়ের অতিথি, পরিবেশ ও সামাজিক উন্নয়নকর্মীসহ যুব সংগঠকরা এতে উপস্থিত ছিলেন।

ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে পরিবেশ সুরক্ষা, যুব উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন কার্যক্রমে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। দুর্বার যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে তিনি তরুণদের নেতৃত্ব, দক্ষতা ও সচেতনতার বিকাশ ঘটিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পথে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই স্বীকৃতি প্রসঙ্গে লাবণ্য মিডিয়া হাউসের কর্ণধার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হেদায়েতুল্লাহ তুর্কী বলেন, “ইসমাইল হোসেনের মতো স্বচ্ছ নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতাপূর্ণ সংগঠকদের উপস্থিতি ভবিষ্যতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

উল্লেখ্য, ইসমাইল হোসেন বিভিন্ন প্রভাবশালী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে পরিবেশ ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার মধ্যে রয়েছে— রাইট টক বাংলাদেশ (সামাজিক সচেতনতা), আমরা দুর্বার (নদী ও পরিবেশ সুরক্ষা), স্বপ্ন সারথী যুব উন্নয়ন সংস্থা ও স্বপ্ন সারথী পাবলিক লাইব্রেরি (সামাজিক ও শিক্ষামূলক উন্নয়ন)।

ইসমাইল হোসেনের এই সম্মাননা শুধু ব্যক্তিগত প্রাপ্তি নয়; বরং এটি পরিবেশ ও সমাজ উন্নয়নে বাংলাদেশের যুবশক্তির উত্থানের প্রতীক এবং আন্তর্জাতিক অঙ্গনে তার সম্ভাবনার দ্বার উন্মোচন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!