AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

foodi প্রথমবারের মতো চালু করেছে “Food Rescue” ফিচার!


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৮ পিএম, ২২ মে, ২০২৫

foodi প্রথমবারের মতো চালু করেছে “Food Rescue” ফিচার!

ইউএস-বাংলা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান foodi, ২০২৪ সালে বাংলাদেশের ফুড ডেলিভারি খাতে এক নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে তাদের কার্যক্রম শুরু করে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি নতুন প্রযুক্তির ব্যবহার এবং ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায়, এবার foodi তাদের অ্যাপে যুক্ত করলো একটি যুগান্তকারী ফিচার— “Food Rescue”।

এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা “আন-ডেলিভারড” অর্থাৎ কোনো গ্রাহক অর্ডার বাতিল বা গ্রহণ না করলে তা অন্য গ্রাহকরা অ্যাপের মাধ্যমে পুনরায় কিনতে পারবেন আরও সাশ্রয়ী মূল্যে। এতে যেমন খাবারের অপচয় কমবে, তেমনি গ্রাহকদের জন্য তৈরি হবে সাশ্রয়ী মূল্যে খাবার পাওয়ার সুযোগ।

“Food Rescue” ফিচারটি এখন থেকে foodi-র সকল ডেলিভারি জোনে কার্যকর। কোনো অর্ডার বাতিল বা গ্রাহক গ্রহণ না করলে, সেটির জন্য অ্যাপে একটি নোটিফিকেশন পাঠানো হবে এবং সেই খাবারটি সাশ্রয়ী মূল্যে পুনরায় কেনার সুযোগ পাবেন অন্য গ্রাহকরা। বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি সাসটেইনেবল এবং গ্রাহক-বান্ধব উদ্যোগ চালু করে foodi হয়ে উঠলো অনন্য একটি ফুড ডেলিভারি অ্যাপ।

foodi-এর চিফ অপারেটিং অফিসার (COO) মো. শাহনেওয়াজ মান্নান বলেন—“আমরা চাই foodi মানুষের দৈনন্দিন ব্যস্ত জীবনে নিয়ে আসুক স্বাচ্ছন্দ্য। ‘Food Rescue’ আমাদের একটি কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে গ্রাহকদের জন্য সুবিধা বাড়ানোর পাশাপাশি খাবার অপচয় রোধে সচেতন ভূমিকা রাখতে পারব।”

এই ফিচারের মাধ্যমে এখন foodi গ্রাহকরা পেতে পারেন সুস্বাদু খাবার, আরও সাশ্রয়ে। একই সঙ্গে সাসটেইনেবল খাদ্য ব্যবস্থার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও কাজ করবে এই নতুন উদ্ভাবন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!