AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩৮ পিএম, ১৯ মে, ২০২৫

আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম

দক্ষিণ এশিয়ার বিমান যোগাযোগ ও জনসংযোগ খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫’ পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

মালদ্বীপের রাজধানী মালেতে আয়োজিত ‘এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট’-এ এক জমকালো অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী মোহামেদ হারিসের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন কামরুল ইসলাম।

ইউএস-বাংলা এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানায়, মালদ্বীপের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে মালদ্বীপ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ মিশনের সদস্য ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:হোসাইন নিহাদ, ডেপুটি মিনিস্টার (ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশন), আবদুল জলিল ইসমাইল, ডেপুটি মিনিস্টার (ইসলামিক অ্যাফেয়ার্স), মো. গোলাম ফারুক মাজনু, এক্সিকিউটিভ ডিরেক্টর, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট, মালেতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এবং আমন্ত্রিত অতিথিরা ।

জনসংযোগ খাতে পেশাদারিত্ব ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য এ পুরস্কারটি কামরুল ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

 


একুশে সংবাদ//এ.জে

Link copied!