পারফেক্ট ইলেকট্রনিক্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব গোলাম শাহরিয়ার কবীর সম্প্রতি ‘মিজাফ কৃষি, শিল্প ও নান্দনিকতা পুরস্কার-২০২৫’-এ ভূষিত হয়েছেন। মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে সফল উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
জনাব শাহরিয়ার কবীর দীর্ঘদিন ধরে দেশের ইলেকট্রনিক্স শিল্পে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর নেতৃত্বে পারফেক্ট ইলেকট্রনিক্স উদ্ভাবন, গুণগতমান এবং ভোক্তা সন্তুষ্টির ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠানের সাফল্যে তাঁর কর্মনিষ্ঠা, সৃজনশীলতা এবং নেতৃত্বগুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই স্বীকৃতি শুধু আমার নয়, পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীর সম্মিলিত পরিশ্রমের ফল। এই পুরস্কার আমাদের আরও উৎসাহিত করবে উন্নতমানের পণ্য তৈরি ও গ্রাহকসেবায় উন্নতি সাধনে।”
মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ জানিয়েছে, ইলেকট্রনিক্স শিল্পে জনাব গোলাম শাহরিয়ার কবীরের উদ্যোক্তা হিসেবে দৃষ্টান্তমূলক অবদান এবং টেকসই সাফল্যের জন্য তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।
একুশে সংবাদ//এ.জে