শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এই যাত্রার মধ্য দিয়ে বৈশ্বিক বাজারে আরও এক ধাপ অগ্রসর হলো প্রতিষ্ঠানটি। শ্রীলঙ্কায় সহস্রাধিক সেলস আউটলেটের মাধ্যমে ওয়ালটনের বিভিন্ন পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির স্থানীয় পরিবেশক।
সম্প্রতি কলম্বোর সিনামন লাইফ হোটেলে আয়োজিত ‘গ্র্যান্ড লঞ্চিং অব ওয়ালটন ব্র্যান্ড’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেড-এর এমডি ড. ওয়াসালা মাদুওয়ান্থা আরিয়াপালা, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব, শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক থিসারা পেরেরা এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার চার শতাধিক পরিবেশক ও ব্যবসায়ী।
ওয়ালটনের এই সম্প্রসারণকে প্রতিষ্ঠানটির গ্লোবাল ব্র্যান্ড হওয়ার যাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
একুশে সংবাদ/ এ.জে