AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১২০ টাকা না থাকায় ভ্যাকসিন পেলেন না জাকিয়া



মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১২০ টাকা না থাকায় ভ্যাকসিন পেলেন না জাকিয়া

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ১২০ টাকা দিতে না পারায় বিড়ালের কামড় খাওয়া রোগী জাকিয়া সুলতানা র‌্যাবিস ভ্যাকসিন পাননি। শনিবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাকিয়া সুলতানা উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত আবুল হাসানের স্ত্রী। তিনি জানান, দুই সপ্তাহ আগে প্রথম ডোজ গ্রহণের সময়ও তাকে ১০০ টাকা দিতে হয়েছিল। শনিবার দ্বিতীয় ডোজ নিতে গেলে দায়িত্বে থাকা এক নারী কর্মী তার কাছে ১২০ টাকা দাবি করেন। জাকিয়া ৫০ টাকা দিতে চাইলে তাকে ভ্যাকসিন না দিয়ে দুর্ব্যবহার করে বের করে দেওয়া হয়।

অভাবের তাড়নায় জাকিয়া বলেন, "টাকা না দিলে কি গরীব মানুষের চিকিৎসা হবে না? টাকা জোগাড় করে পরে আসবো বলার পরও আমাকে ভ্যাকসিন দেওয়া হয়নি।"

এ বিষয়ে ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহের দায়িত্বে থাকা এমটিপিপিআই দিপক কুমার জানান, তিনি বর্তমানে খুলনায় প্রশিক্ষণে আছেন এবং তার অনুপস্থিতিতে দায়িত্বে রয়েছেন পাপিয়া। জরুরি বিভাগেও ভ্যাকসিন সংরক্ষিত রয়েছে বলে তিনি জানান।

মেডিকেল অফিসার ডা. মো. নাদিরুজ্জামান আকাশ বলেন, "টাকার অভাবে ভ্যাকসিন না দেওয়া উচিত নয়। যদি এমন কিছু ঘটে থাকে, তা দুঃখজনক। সোমবার রোগীকে হাসপাতালে এসে দেখা করার জন্য অনুরোধ জানাচ্ছি।"

 

একুশে সংবাদ/ বা.প্র /এ.জে
 

Link copied!