ঈদ উৎসব উপলক্ষে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর `আবারো মিলিয়নিয়ার` ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ মে) খুলনায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ র্যালি। একইসঙ্গে দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় আয়োজন করা হয় ফ্রি চিকিৎসাসেবা প্রদানকারী মেডিক্যাল ক্যাম্প।
সকাল ১০টায় খুলনা নগরীর গ্র্যান্ড প্লাসিড হোটেল থেকে র্যালিটি শুরু হয়ে শিববাড়ী মোড় ঘুরে হোটেলে এসে শেষ হয়। ভার্চুয়াল মাধ্যমে র্যালি ও মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান।

র্যালিতে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, জনপ্রিয় অভিনেতা আমিন খান, অর্ধ-শতাধিক ক্ষুদে ক্রিকেটার, ওয়ালটনের বিভিন্ন প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার, খুলনা জোনের আওতাধীন তিন শতাধিক পরিবেশক, প্লাজা ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধি।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, “ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ ছড়িয়ে দিতেই চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ‘আবারো মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনের মাধ্যমে অনেকেই মিলিয়নিয়ার ও লাখপতি হয়েছেন। ফ্রি চিকিৎসাসেবার মাধ্যমে আমরা গ্রাহকদের প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসার বহিঃপ্রকাশ করছি।”
মেহেদী হাসান মিরাজ বলেন, “দেশীয় শিল্পকে এগিয়ে নিতে হলে আমাদের দেশীয় পণ্যের প্রতি আস্থা রাখতে হবে। ওয়ালটন আজ দেশের গর্ব, বিশ্ববাজারে তার অবস্থান সুদৃঢ়।”
উল্লেখ্য: ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ চলাকালে ওয়ালটনের যেকোনো প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কিনে ক্রেতারা ১০ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন। ক্যাম্পেইনের আওতায় রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত পুরস্কার।
একুশে সংবাদ//এ.জে