AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবি ব্যাংক - এক ঐতিহ্যের কিংবদন্তি গ্রাহক আস্থার ৪৩ বছর


Ekushey Sangbad
তারিক আফজাল, অর্থনীতিবিদ
১২:৩৫ পিএম, ১৯ মে, ২০২৫

এবি  ব্যাংক - এক ঐতিহ্যের কিংবদন্তি গ্রাহক আস্থার ৪৩ বছর

সময় আর পরিবর্তন—ইতিহাসের এক অনন্য প্রতিযোগী। বিবর্তন বাস্তবতাকে ভুলিয়ে বর্তমানকে এগিয়ে দেয়, কিন্তু ইতিহাস যে ভবিষ্যৎ পরিকল্পনার মূলভিত্তি—তা অনেকেই ভুলে যান।

১৯৮২ সালের ১২ এপ্রিল, এক তরুণের স্বপ্নের ফসল আরব বাংলাদেশ ব্যাংক—একটি ইতিহাস, একটি সূচনা এবং বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ নির্মাণের পথচলা শুরু করে।

বলা প্রয়োজন, সেই তরুণ পরবর্তীতে বাংলাদেশের একজন সফল পররাষ্ট্রমন্ত্রী ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হন। তিনি বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, মুঠোফোন (সিটিসেল) এবং বিভিন্ন ব্যবসার পথিকৃৎ। তিনি হলেন জনাব এম মোর্শেদ খান, এক জীবন্ত কিংবদন্তি—যিনি বহু আন্তর্জাতিক পুরস্কারেরও দাবিদার। দুর্ভাগ্যজনকভাবে, অতীতের কিছু সরকার ও জাতি তাঁকে যথার্থ সম্মান না দিয়ে দুঃখ ও হতাশা উপহার দিয়েছে।

এবি ব্যাংক তার যাত্রার শুরুতেই ব্যাপক সাড়া তোলে। দেশের বিশ্ববিদ্যালয়ের মেধাবী তরুণরা, সমাজের অভিজাত পরিবারসমূহের সদস্যরা আরব বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে এক নতুন গৌরবের অংশীদার হন। পরবর্তী সময়ে যেসব বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠিত হয়, তাদের অনেকেই এই ব্যাংকের পথ অনুসরণ করে আজও এগিয়ে চলছে।

আধুনিক কার্যালয়, শীততাপ নিয়ন্ত্রিত শাখা, ও পরিপাটি শাখা ব্যবস্থাপনা—সবই আরব বাংলাদেশ ব্যাংকের সূচনা করা সংস্কৃতির প্রতিফলন। পরবর্তীতে এর নাম পরিবর্তন হয়ে এবি ব্যাংক হলেও, এর অগ্রণী ভূমিকা এবং সাফল্য অক্ষুণ্ন থেকেছে।

বাংলাদেশের ব্যাংকিং খাতে এবি ব্যাংক এক নতুন যুগের সূচনা করে এবং বলা যায়, দেশের অর্থনৈতিক কাঠামোর অন্যতম ভিত্তি স্থাপন করে। এই বক্তব্য একটুও অতিরঞ্জিত নয়।

সময়ের প্রেক্ষিতে, প্রয়োজনের তাগিদে নাম পরিবর্তন করে এবি ব্যাংক আজ উন্নয়নের শিখরে। বর্তমান ও সাবেক চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনার নিরলস পরিশ্রমের ফলে আজও ১০ লাখেরও বেশি গ্রাহককে আন্তর্জাতিক মানের সেবা দিয়ে যাচ্ছে। এটি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গৌরব ধরে রেখেছে।

তবে, ২০২৩ ও ২০২৪ সালের শুরুতে এবি ব্যাংক একটি রাজনৈতিক ও নীতিগত ষড়যন্ত্রের শিকার হয়। ব্যাংকিং খাতের নীতিমালার প্রতি আনুগত্য থাকা সত্ত্বেও, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোকে রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়, অথচ শক্তিশালী এবি ব্যাংককে বিপরীতে আঘাত করা হয়।
তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের প্রতি বিদ্বেষ, এবং কিছু দুর্নীতিগ্রস্ত সরকারি ব্যক্তির ষড়যন্ত্র ব্যাংকের ভাবমূর্তিকে মারাত্মকভাবে আঘাত করে। একটি সুনামধন্য প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলে।

আজ যখন আমরা একটি স্বাধীন ও দায়িত্বশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আশা করা যায়—বর্তমান নীতিনির্ধারকগণ এবং বাংলাদেশ ব্যাংকের প্রথিতযশা গভর্নর এবি ব্যাংকের হাজার কোটি টাকার মূলধন, আন্তর্জাতিক অবস্থান, সম্পদ ও ঐতিহ্য বিবেচনায় নিয়ে সুবিবেচনার দরজা উন্মোচন করবেন।

এবি ব্যাংক, সেই তরুণের (যিনি আজ এক জীবন্ত কিংবদন্তি—জনাব মোর্শেদ খান) গড়া স্বপ্ন, ৪৩ বছরের গ্রাহক আস্থা এবং সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও মঙ্গল কামনা।

 

  • তারিক আফজাল, অর্থনীতিবিদ ও ব্যাংকার


একুশে সংবাদ/এ.জে

Link copied!