AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুর-১ আসনের সাবেক এমপি রফিকুল বারী চৌধুরী আর নেই



শেরপুর-১ আসনের সাবেক এমপি রফিকুল বারী চৌধুরী আর নেই

শেরপুর-১ আসনের জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক তিনবারের সংসদ সদস্য শাহ রফিকুল বারী চৌধুরী আর নেই। 

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে জামালপুর শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় শেরপুর সদরের কামারেরচর চৌধুরীবাড়ী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

প্রয়াত এই রাজনীতিবিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর নিকটাত্মীয় ও সাংবাদিক রতন চৌধুরী। রাজনৈতিক জীবনে শাহ রফিকুল বারী চৌধুরী ১৯৮৬, ১৯৮৮ ও ১৯৯১ সালে ধারাবাহিকভাবে শেরপুর-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি শুধু একজন সফল সংসদ সদস্যই ছিলেন না, বরং কৃষি, শিক্ষা ও সমাজসেবায়ও রেখেছেন বিশেষ অবদান। শেরপুর জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা করায় তিনি ‘দানবীর’ হিসেবেও পরিচিতি লাভ করেন।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। জেলা জাতীয় পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

Link copied!