AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকায় চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ীদের নিয়ে সভা


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
১২:২৯ পিএম, ৭ জুলাই, ২০২৫

দক্ষিণ আফ্রিকায় চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ীদের নিয়ে সভা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ীদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ জুলাই) প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাউজে (হাই কমিশনারের সরকারি বাসভবন) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মান্যবর হাই কমিশনার শাহ আহমেদ শফী‍‍`র সভাপতিত্বে প্রথম সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. শহীদুল ইসলাম, প্রবিন বাংলাদেশি সৈয়দ মুকসুদ মাওলা, ডাঃ রুহুল কুদ্দুস লিসুথো, ডাঃ হুমাউন কবির, ডাঃ মঞ্জু, ইন্জিয়ার আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা, মোস্তফা কামাল, আলী হোসেন, মমিনুল হক মমিন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব ড. জাকির হোসেন, প্রথম সচিব তৌহিদ হোসেন,শাপলা টিভির সিও নোমান মাহমুদ, যমুনা টিভি আফ্রিকা প্রতিনিধি নুরুল আলম, আরটিভি প্রতিনিধি ফারুক আস্তানা।

এছাড়াও জোহানেসবার্গ, কেপটাউন, কোয়াজুলু নাটাল, নর্থওয়েস্ট প্রভিন্স সহ পাশের দেশ লেসুথো, সোয়াজিল্যান্ড ও বতসোয়ানা থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ, ইঞ্জিনিয়ার ও ডাক্তার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে হাই কমিশনার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি ছাতার নিচে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন।

পরিশেষে মধ্যাহ্নভোজ, দেশাত্মবোধক গান, এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

 

একুশে সংবাদ/দ.আ.প্র/এ.জে

Link copied!