আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রতিটি দলকে নিজস্ব প্রতীকেই ভোটে অংশ নিতে হবে— এ সংক্রান্ত রুল খারিজ করে হাইকোর্ট রায় দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
রায়ের ফলে, নির্বাচনী জোট বা সমঝোতা থাকলেও কোনো দল অন্য দলের প্রতীক ব্যবহার করে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না।
অতীতে জোট রাজনীতিতে বড় দলের প্রতীক ব্যবহার করে ছোট দলগুলোর নির্বাচনে অংশ নেওয়া বেশ প্রচলিত ছিল। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা গেছে। নতুন এই রায়ের মাধ্যমে ভবিষ্যতের নির্বাচনী জোটগুলোর ক্ষেত্রেও দলীয় প্রতীকের বাধ্যবাধকতা স্পষ্ট হলো।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

