দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ হাইকমিশনের সদ্য বিদায়ী রাষ্ট্রদুত নূর-ই হেলাল সাইফুর রহমানের বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, দলীয়প্রীতির বিষয়গুলো তদন্ত সাপেক্ষে বিভাগীয় শাস্তি প্রদান এবং একজন প্রবাসী বান্ধব রাষ্ট্রদূত প্রেরণের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সাউদার্ন আফ্রিকার দেশগুলোর প্রবাসীদের পক্ষ গতকাল (২৪ আগস্ট) জোহানেসবার্গের ফোর্ডসবার্গে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবীন কমিউনিটি নেতা কেএম আখতারুজ্জামান।
বক্তব্য রাখেন বিএনপি নেতা ও বাংলাদেশ পরিষদের সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন, ইসলামিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোশাররফ হোসাইন।
বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সাবেক রাষ্ট্রদুত নুরে হেলাল সাইফুর রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা এবং প্রবাসীবান্ধব আরেকজন হাইকমিশনারকে সাউথ আফ্রিকায় প্রেরণের অনুরোধ জানান।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

