AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামিক ফোরাম অব আফ্রিকা প্রতিষ্ঠা বার্ষিকী উর্যাপন


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
১২:৪৭ পিএম, ২৫ জুলাই, ২০২৪

ইসলামিক ফোরাম অব আফ্রিকা প্রতিষ্ঠা বার্ষিকী উর্যাপন

বাংলাদেশিদের প্রিয় সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকা ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে।

শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭ টার সময় জোহানেসবার্গের ফোর্ডসবার্গের স্ট্যাটাস রেস্টুরেন্টে ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

প্রভিন্স সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সেক্রেটারি শরীফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকা‍‍`র সভাপতি মো. মোশাররফ হোসাইন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- ফোরামের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী ইব্রাহীম আহমেদ। প্রধান বক্তা সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় তারবিয়াহ সম্পাদক মিছবাহ উদ্দিন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহাদাত হোসেন, মুসলিম সোসাইটির সেক্রেটারি জেনারেল মুফতি খলিলুর রহমান প্রমুখ। 

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঘাউটেং প্রভিন্সের সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, আই এফ এ সদস্য আবু নাঈম।

উপস্থিত ছিলেন, ঘাউটেং প্রভিন্সের অর্থ সম্পাদক মোয়ারেফ হোসেন রতন, তারবিয়াহ সম্পাদক শেখ মাসিদ, প্রকাশনা সম্পাদক আব্দুর রাকিব, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, যুব ও ক্রিড়া সম্পাদক শাহেদ মাহমুদ, পাঠাগার সম্পাদক ইসমাইল হোসেন।

আরো উপস্থিত ছিলেন- যুমনা টিভি আফ্রিকা প্রতিনিধি নুরুল আলম, শাপলা টিভির সিও নোমান মাহমুদ, নর্থওয়েস্ট প্রভিন্সের সমাজ কল্যাণ সম্পাদক নিজাম উদ্দিন, ইমরান হোসেন, ডেবিটন ইউনিটের দায়িত্বশীল মেসবাহ উদ্দিন, ফোজসবার্গ শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সেক্রেটারি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ইমাম হোসেন সোহেল, হাসিবুর রহমান, লানেসিয়া শাখার সভাপতি বেলাল হোসেন, সহ-সভাপতি বেলাল হোসেন ইসলাম, সেক্রেটারী জাকের হোসেন পারভেজ, জোহানিজবার্গ শাখার সেক্রেটারী মতিউর রহমান আঃ মতিন, মো. মিলন, বিয়োজিত, রিয়াদ হোসেন, শরীফ আহমেদ, অনিক আহমেদ, ইমারান হোসেন, মালবান শাখার সেক্রেটারী আবুবকর সিদ্দিক সাগর, মো. মাসুম প্রমুখ। 

সভায় সভাপতি মোশাররফ হোসাইন বলেন, বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলন যৌক্তিক এবং তিনি পূর্ণাঙ্গ সমর্থন জানিয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে অনুষ্ঠানের মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে তিনি বাতিল ঘোষণা করেন। এবং সংগঠনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। 

সর্বশেষ চলমান ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও যারা আহত হয়েছেন সকলের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!