জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জানিয়েছেন, সরকারের জারি করা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ পর্যালোচনা করার পর তারা অনেক বিষয়ে অস্পষ্টতা লক্ষ্য করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, “জুলাই সনদ নিয়ে যে সংকট এবং অস্পষ্টতা তৈরি হয়েছে, তা দূর করে সুনির্দিষ্টভাবে সরকার যেভাবে বাস্তবায়ন করবে, সেটি আমরা আশা করেছিলাম। কিন্তু আদেশ জারি হওয়া সত্ত্বেও অনেক জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে, যার কারণে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের আদেশে গণভোটকে কয়েকটি প্রশ্নে ভাগ করা হয়েছে। এইভাবে সংস্কারের সব বিষয়কে সামগ্রিকভাবে না দেখিয়ে আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে। কিছু সংস্কারকে কম গুরুত্ব দেওয়া হয়েছে।”
আখতার হোসেন আরও উল্লেখ করেন, “আমরা দীর্ঘদিন ধরে দুর্নীতি দমন কমিশন (দুদক)কে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা করেছি। বর্তমান সংবিধান অনুযায়ী দুদক এখনও সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। কিন্তু সনদ বাস্তবায়নের আদেশে এই বিষয়টি স্পষ্ট করা হয়নি। এ জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে।”
তিনি বলেন, “আমরা চাইছিলাম জুলাই সনদ সম্পূর্ণভাবে বাস্তবায়িত হোক। কিন্তু আদেশে সনদের সংস্কারগুলোকে ভাগ করা হয়েছে, তাদের গুরুত্ব-অগুরুত্ব নির্ধারণ করা হয়েছে এবং আংশিক বাস্তবায়ন ও রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দেওয়া হয়েছে। একমত হওয়া সংস্কারগুলো যদি নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হয়, তাহলে কী ধরনের ফলাফল হবে, তা আদেশে উল্লেখ নেই।”
এ সময় আখতার হোসেন সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত সময়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা দিতে। সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

