বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আবারও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে; যারা তা মানবে না তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন হবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত আট দলের সমাবেশে ডা. শফিকুর এসব মন্তব্য করেন।
ডা. শফিকুর জানান, তাদের প্রধান দাবি হলো— জুলাই বিপ্লবের স্বীকৃতি দেওয়া। তিনি বলেন, যারা জুলাইবিপ্লবকে স্বীকৃতি দেবে না, তাদের ক্ষেত্রে ২০২৬ সালের নির্বাচন আয়োজন সম্ভব নয়। ২৬-এ নির্বাচন দেখতে চাইলে আগে জুলাই বিপ্লবের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে; এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন আইনসম্মত হবে না।
তিনি আরও জানান, মুক্তিকামী জনগণের সাধারণ দাবি হলো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে গণভোট হওয়া। বিভিন্ন দলগুলোর সঙ্গে আলোচনা করে সবাইই এ বিষয়ে একমত হওয়া উচিত— তারিখ নিয়ে অনাবশ্যক দ্বন্দ্বের প্রয়োজন নেই। গণভোটেই আইনি ভিত্তি গড়া সম্ভব এবং সেই ভিত্তিতেই ভবিষ্যৎ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ডা. শফিকুর আরও বলেন, তারা চান আগামী ফেব্রুয়ারি—রোজা শুরুর আগেই জাতীয় নির্বাচন হয়ে যাক এবং এ বিষয়ে কেউ বিভ্রান্তি তৈরির চেষ্টা করলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি যোগ করেন, আট দলের ঐকমত্য কমিশনে জামায়াত সহ অন্যান্য দল তাদের মতামত উপস্থাপন করেছে এবং ডজনখানেক নোট অব ডিসেন্ট জমা দেননি; প্রস্তাবনাগুলো যৌক্তিক মনে করে তারা ইতিবাচক মত দিয়েছেন।
জুলাইবিপ্লব ও তার শহীদ যোদ্ধাদের সম্মান দাবি করে তিনি বলেন, যদি জুলাই সনদেই গণতন্ত্রকে অগ্রাহ্য করা হয়, তাহলে জাতীয় নির্বাচনে কীভাবে গণতন্ত্রের প্রতি সম্মান দেখানো হবে— এ প্রশ্ন ওঠে। তিনি আহত ও পঙ্গু হওয়া মামলা–নামা ব্যক্তিদের কষ্ট বুঝতে অন্যদের আহ্বান জানান।
উক্ত সমাবেশে ডা. শফিকুর বলেন, তাদের সংগ্রাম কোনো দলের নয়—এটি জনগণের মুক্তির সংগ্রাম। ভদ্রভাবে বক্তব্য তুলে ধরা হবে, কিন্তু দাবিতে তারা অটল থাকবেন। দাবি আদায় না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

