রাজধানীর পল্টন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে সমমনা আটটি রাজনৈতিক দলের গণসমাবেশ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক নির্দেশ জারি, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন ও নির্বাচনে সমান সুযোগ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে এই কর্মসূচি আহ্বান করা হয়।
দুপুর ২টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে আসতে থাকেন অংশগ্রহণকারীরা। পল্টন চত্বর ভরে যায় জনস্রোতে ও স্লোগানে— “জুলাই সনদ বাস্তবায়ন কর”, “গণভোটের তারিখ দাও”, “লেভেল প্লেয়িং ফিল্ড চাই”— ইত্যাদি দাবিতে।
সমাবেশের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)।
এছাড়া বক্তৃতা দিচ্ছেন—বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক,নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী,খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ,জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান,বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

