AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণভোটে সংবিধান সংশোধন করা যায় না: সালাহউদ্দিন আহমদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৫ পিএম, ১৪ নভেম্বর, ২০২৫

গণভোটে সংবিধান সংশোধন করা যায় না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের মাধ্যমে কোনো আইন চূড়ান্ত করা বা সংবিধান সংশোধন করা যায় না। এসব প্রক্রিয়ার আগে জাতীয় সংসদ গঠন করতে হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজিত ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে—অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত এ সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানায়। জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বিএনপি পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় সংসদের সার্বভৌমত্ব যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে বিএনপি সতর্ক রয়েছে। জবরদস্তিমূলক আইন বা আদেশ চাপিয়ে দিয়ে সংসদের ওপর হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।”

সমাবেশে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, ১৭ বছর ধরে সহিংসতার শিকার নারীরা জুলাই গণঅভ্যুত্থানের পরে পরিবর্তনের আশা করেছিলেন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি আবারও নারীদের অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। কর্মঘণ্টা কমিয়ে নারীদের ঘরে ফেরানোর প্রযোজনীয়তা তৈরির চেষ্টা হচ্ছে—যা অধিকারবঞ্চনার নতুন সংকেত।

সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, নারীর অধিকার সংকুচিত করার যে কোনো প্রয়াসের বিরুদ্ধে নারীসমাজ সোচ্চার হয়ে দাঁড়াবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, নারী ঘরে থাকবে না বাইরে কাজ করবে—এ সিদ্ধান্ত পুরোপুরি নারীর। এ বিষয়ে কারও দয়া বা অনুমতির প্রয়োজন নেই।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরীন ইসলাম খান বলেন, “পুরুষ প্রতিপক্ষ নয়, বরং সহযোদ্ধা।” তিনি একইসঙ্গে দাবি করেন, জুলাই সনদে নারীর অধিকার স্পষ্টভাবে উল্লেখ না থাকায় নারীরা তা মেনে নিতে পারছেন না।

মায়ের ডাক সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম বলেন, কর্মঘণ্টা পাঁচ ঘণ্টায় নামিয়ে আনার মতো প্রস্তাব নারীদের কর্মবাজারে পিছিয়ে দেওয়ার শামিল।

ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি বলেন, রাজনীতি, পরিবার ও সামাজিক পরিসর—সবখানেই নারীরা এখনও হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। সহিংসতা প্রতিরোধে নারীদের আরও সরব হতে হবে।

এ ছাড়া সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, নিলুফা চৌধুরী, শিরিন সুলতানা, ছাত্রদল নেত্রী মানসুরা আলম, রেহানা আক্তারসহ অনেকে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!