আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দাবি, নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র চলছে, তবে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করা গেলে যে কোনো চক্রান্ত মোকাবিলা করা সম্ভব।
সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নওগাঁ কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, বিএনপিতে মানুষের আস্থা ফিরেছে এবং দলটি দেশের স্বার্থে কাজ করছে। অন্তর্বর্তী সরকারের অধীনে ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, স্বৈরাচার সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নিজেদের স্বার্থে ক্ষমতা ব্যবহার করেছে, অথচ বিএনপি আগেই সংস্কারের দাবি তুলেছিল।
তিনি আরও বলেন, বিএনপির দেশ পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে—কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, নারী শিক্ষা উন্নয়ন এবং শিল্প স্থাপনে দলটি দক্ষতা রাখে।
সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রধান বক্তা এবং চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এই জেলা সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন হবে। এ তিনটি পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে