AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ সারাদেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৮ এএম, ১৭ জুলাই, ২০২৫

আজ সারাদেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

গোপালগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি।

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন,"হত্যার উদ্দেশ্যেই জঙ্গি কায়দায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগ বহুদিন ধরে পরিকল্পনা করে এ ঘটনা ঘটিয়েছে। গোপালগঞ্জ এখন ফ্যাসিস্টদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।"
তিনি আরও বলেন, "এই ঘটনায় সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া কেউ সমাবেশ করতে পারবে না, সেই ‘মিথ’ এনসিপি ভেঙে দিয়েছে।"

তিনি জানান,আজ বৃহস্পতিবার ফরিদপুরে পূর্বনির্ধারিত পথসভা অনুষ্ঠিত হবে। অন্য জেলাগুলোতেও পথসভা অব্যাহত থাকবে। তবে মাদারীপুর ও শরীয়তপুরে স্থগিত হওয়া কর্মসূচির তারিখ পরে জানানো হবে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন,"আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়েই গিয়েছিলাম। প্রশাসন যদি আরও আগে কঠোর ব্যবস্থা নিত, তাহলে পরিস্থিতি এতোটা ভয়াবহ হতো না। প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি জানাচ্ছি।"

হতাহতদের প্রসঙ্গে তিনি বলেন, "গাড়িবহরে হামলায় তিনজন আহত হয়েছে। ঘটনাস্থলে মৃত্যুর খবরও পেয়েছি। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা চাই।"

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!