গণঅভ্যুত্থানের এক বছরে অনেকেই রাজনৈতিক সমীকরণ মিলিয়ে ভুল পথে হাঁটছেন বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ঘোষণাপত্রে কিছুটা ছাড় দেওয়া হলেও জুলাই সনদের ক্ষেত্রে এক শতাংশও ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে নাহিদ বলেন, “এক বছরে আকাঙ্ক্ষা পূরণ হয়নি, নতুন বন্দোবস্তও পাওয়া যায়নি। অভ্যুত্থান শেষ হয়নি, লড়াইও শেষ হয়নি।”
তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। “৭১-পরবর্তী বাকশাল কায়েম হয়েছিল, ৯০-এর পর তা ব্যর্থ হয়, কিন্তু এবারও একই চেষ্টার পুনরাবৃত্তি হচ্ছে,” বলেন নাহিদ।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন চাই, তবে পরিবর্তনের মধ্য দিয়েই যেতে হবে। জাতীয় ঐক্য ধরে না রাখতে পারলে দেশকে স্থিতিশীল রাখা যাবে না, আরেকটি ১/১১ পরিস্থিতি ফিরে আসতে পারে।”
নাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন না করে এই সরকার যেতে পারবে না, আর অন্য কেউ ক্ষমতায়ও আসতে পারবে না।”
একুশে সংবাদ/স.ট/এ.জে