AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির সম্মেলন শনিবার, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ



মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির সম্মেলন শনিবার, নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবনের উপকূলীয় এলাকা মোরেলগঞ্জে দীর্ঘ ১৮ বছর পর আগামীকাল শনিবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির বহুল প্রত্যাশিত দ্বিবার্ষিক কাউন্সিল। এ উপলক্ষে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, আর নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ।

শেষবার ২০০৭ সালে উপজেলা বিএনপির কমিটি গঠিত হয়েছিল—যেখানে সভাপতি হন সাবেক এমপি ড. মিয়া আব্বাস উদ্দিন এবং সাধারণ সম্পাদক হন শহিদুল হক বাবুল। এরপর রাজনৈতিক চাপ, গায়েবি মামলা ও হামলার কারণে সাংগঠনিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। অনেক নেতাকর্মী এলাকা ছেড়ে চলে যান এবং হারান রাজনৈতিক প্রভাব।

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান ও তৎকালীন সরকারের পতনের পর বিএনপি মোরেলগঞ্জে নতুন উদ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করে। উপজেলার ১৬ ইউনিয়ন, ১৪৪ ওয়ার্ড এবং পৌরসভায় ভোটের মাধ্যমে কমিটি গঠন শেষে এবার উপজেলা পর্যায়ের চূড়ান্ত কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কাউন্সিলে ১ হাজার ১৩৬ জন ভোটার অংশ নিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও দুই সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহিদুল হক বাবুল, অধ্যাপক আব্দুল আউয়াল ও এফ.এম শামীম আহসান। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ফকির রাসেল আল ইসলাম, মো. আফজাল জোমাদ্দার ও অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন ছয় প্রার্থী, এর মধ্যে আছেন অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু ও অধ্যাপক ফায়জুল হক।

ইতিমধ্যেই দুটি শক্তিশালী প্যানেল ঘোষণা হয়েছে—একটির নেতৃত্বে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন এবং অপরটির নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

সম্মেলন ঘিরে চলছে বিরামহীন প্রচারণা, পথসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ। উপজেলার বিভিন্ন স্থানে প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মতিউর রহমান বাচ্চু বলেন, “১৮ বছর পর বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে—এটি আমাদের জন্য উৎসবের দিন। সবকিছু ঠিক থাকলে ১৬ আগস্ট মোরেলগঞ্জ হবে বিএনপির মিলনমেলা।”

আয়োজকরা জানিয়েছেন, নিরাপত্তা, অতিথি আপ্যায়ন ও মিডিয়া কাভারেজে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই কাউন্সিল শুধু নেতৃত্ব নির্বাচন নয়—এটি মোরেলগঞ্জ বিএনপির রাজনৈতিক পুনর্জাগরণের সূচনা হতে পারে।

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

Link copied!