মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাসিক বিক্রমপুর পত্রিকার ৪৫ বছর উদযাপন উপলক্ষে প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে সিরাজদিখানের নাজমা সৌম্যের বাড়িতে মাসিক বিক্রমপুর নতুন করে প্রকাশনার ৪৫ বছর উদযাপন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মাসিক বিক্রমপুরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবালের পরিচালনায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি, মাসিক বিক্রমপুরের বিশেষ প্রতিনিধি ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের লিমন, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাকিব, শ্রীনগর প্রতিনিধি ফরহাদ হোসেন জনি, লৌহজং প্রতিনিধি আসাদুজ্জামান নবিন, সাংবাদিক মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি ঝিকুট ফাউন্ডেশনের সদস্য আসিফ বাঁধন প্রমুখ।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে