AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে : তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০৪ পিএম, ৯ আগস্ট, ২০২৫

৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে : তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের মাধ্যমে সমগ্র জাতি যেন নতুন করে দম ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে। সেদিন দেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে।”

তারেক রহমান বলেন, দেশের মানুষ বিএনপির কাছে প্রত্যাশার কথা তুলে ধরছে। যেহেতু আগামী দিনে দেশ পরিচালনায় বিএনপির সম্ভাবনা বেশি, তাই ভালো পরিবর্তনের জন্য বিএনপির কাছেই তাদের আস্থা। “আমাদের সেই পরিবর্তনের সূচনা করতে হবে,” যোগ করেন তিনি।

গণতন্ত্র চর্চার প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “প্রচলিত কথা আছে, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভেতরে চর্চা করে না। কথাটি একেবারে ভুল নয়, আবার পুরোপুরি সঠিকও নয়। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেক দলই পুরোপুরি প্রক্রিয়াটি চালু করতে পারেনি।”

তিনি স্মরণ করিয়ে দেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, আর দেশনেত্রী খালেদা জিয়া স্বৈরাচার বিদায় করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

তারেক রহমান বলেন, “আমাদের নেতারা যে পথ দেখিয়েছেন, সেই উত্তরাধিকার বহমান রাখতে হবে। গণতন্ত্রের ভিত মজবুত করে তুলতে হবে—স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এবং অবশ্যই দলের ভেতরে সব স্তরে।”

একুশে সংবাদ//র.ন

Link copied!