AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪২ পিএম, ১০ আগস্ট, ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি জানান, সিইসি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাস্তবায়নে তারা আন্দোলন চালিয়ে যাবেন। “ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণায় আমাদের আপত্তি নেই। তবে উভয় কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি”—বলেন তিনি।

বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার অভিজ্ঞতা সুখকর নয় উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন হলেও বিশ্বে এটি বহুল প্রচলিত। এর মাধ্যমে জনগণের ভোটের সঠিক মূল্যায়ন সম্ভব হবে।

জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে প্রমাণ করতে হবে যে তারা বিচার কার্যক্রমে আন্তরিক। এছাড়া, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলোই আপাতত সংস্কারের মানদণ্ড হওয়া উচিত, তবে বাস্তবায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি অনুকূল নয়। তবে সিইসি এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন। জামায়াতের মতে, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!