বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ৩০ জুলাই বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু সংশোধনীসহ সনদের জবাব দিয়েছে এবং বাস্তবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করে চলেছে।
সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই ঘোষণাপত্র একটি ঐতিহাসিক রাজনৈতিক দলিল। এর যে খসড়া প্রস্তাব বিএনপি পেয়েছিল, সে বিষয়ে দলটি আগেই, ফেব্রুয়ারি মাসে মতামত জানিয়ে দিয়েছিল। এতে ২৬ মার্চ প্রসঙ্গটি অন্তর্ভুক্ত না করায় বিএনপি আপত্তি জানিয়েছে।”
তিনি আরও জানান, ঘোষণাপত্রটিকে সাংবিধানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে যেসব সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছে, তা বিবেচনায় নেওয়া না হলে ঘোষণাপত্র প্রকাশের পর দলীয় অবস্থান পরিষ্কারভাবে জানানো হবে।
তিনি বলেন, “জুলাই সনদ নিয়ে বলা হচ্ছে বিএনপি সহযোগিতা করছে না কিংবা নিশ্চয়তা না পেলে স্বাক্ষর করবে না—এ ধরনের বক্তব্য সত্য নয়। বিএনপি দায়িত্বশীলভাবে এগিয়েছে। সবাইকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানাচ্ছি।”
ঐকমত্য কমিশনে আলোচিত ১৯টি প্রধান প্রস্তাবের মধ্যে ১২টিতে বিএনপির পূর্ণ সম্মতি রয়েছে, আর ৭টি বিষয়ে ভিন্নমত জানিয়েছে বলে তিনি জানান।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে বিএনপিকে এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে