বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শনিবার (১৯ জুলাই) বিকেলে তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন, এই সমাবেশে বিএনপির কোনো নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি।
এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘পিআর পদ্ধতির পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোকেই এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে।’
এদিকে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন, জুলাই গণহত্যার বিচারসহ সাত দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী।
শনিবার দুপুর ২টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তবে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে প্রথম পর্ব শুরু হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর এবং পরিচালনায় ছিল সাইমুম শিল্পীগোষ্ঠী।
একুশে সংবাদ/আ.ট/এ.জে