জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কোনো বিষয় থাকবে না।তিনি বলেন, “জুলাই সনদে যা নিয়ে আমাদের ঐক্যমত হয়েছে, তা জনগণের কাছে দেওয়া হবে। জনগণ যা সিদ্ধান্ত নেবে, সেটাই বাস্তবায়িত হবে। আমরা আশা করছি খুব দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচনের দিকে যাব।”
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)–এর আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের অংশীদার সবাইকে পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টেই সংস্কার পরিষদ গঠিত হবে এবং নতুন সংবিধানের কাজ শুরু হবে।”
তিনি আরও বলেন, “সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘুসহ সমাজের সব শ্রেণির প্রতিনিধিত্ব থাকতে হবে। জুলাই সনদের বাস্তবায়নের পথে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। তার আগে অবশ্যই আমাদের বর্তমান দাবি হলো গণভোট। জুলাই সনদ অনুযায়ী এই অর্ডারটি ড. মোহাম্মদ ইউনূসকে দিতে হবে।”
অনুষ্ঠানে ইউটিএফ আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন। সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শামীম হামিদী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

