AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না : মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৭ পিএম, ৭ নভেম্বর, ২০২৫

ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না : মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রতি সতর্কবার্তা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের বিষয়ে ষড়যন্ত্র চলছে। তিনি স্পষ্ট করে বলেন, “নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে হবে এবং তা ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে। অন্যথায় দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না।”

শুক্রবার (৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সিপাহী-জনতার সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “সংস্কারের জন্য তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। অন্তর্বর্তী সরকার সে পথে কাজ শুরু করলে আমরা পূর্ণ সমর্থন দিয়েছিলাম। তবে হঠাৎ উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য ঘোষণা দিলেন, রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় দেওয়া হবে—এটি আগের ঐকমত্যের পরিপন্থী।”

তিনি আরও বলেন, “একটি পক্ষ নির্বাচনের আগে গণভোটের দাবি তুলছে। কিন্তু আমরা বলেছি, গণভোট নির্বাচনের দিনই হতে হবে। দুটি ভোট করলে ব্যয় বাড়বে এবং মূল নির্বাচনের গুরুত্ব কমে যাবে। অথচ অন্তর্বর্তী সরকার এমন পদক্ষেপ নিচ্ছে, যা নির্বাচনী প্রক্রিয়াকে জটিল করছে।”

মির্জা ফখরুল বলেন, “আমরা এই নির্বাচনে অংশ নেব এবং বিজয়ের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব।”

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যে ত্যাগের মাধ্যমে আন্দোলন এগিয়েছে, শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং বিজয় নিশ্চিত করতে হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - রাজনীতি

Link copied!