প্রস্তাবিত ‘টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি-২০২৫’ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির মতে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন তড়িঘড়ি করে গুরুত্বপূর্ণ নীতিমালা গ্রহণ গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আশঙ্কার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “এ ধরনের গুরুত্বপূর্ণ নীতিমালা গ্রহণের আগে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। এখানে নতুন প্রযুক্তির ব্যাখ্যা অস্পষ্ট, ফলে বড় অপারেটররা এ সুযোগে ছোটদের কোণঠাসা করতে পারে।”
ফখরুল বলেন, “একতরফা সিদ্ধান্ত হলে সেটা শুধু খাতটিকেই প্রভাবিত করবে না, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপরও প্রভাব ফেলবে।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, “এই খসড়া নীতিমালার বিষয়ে জনগণ, বিশেষজ্ঞ মহল বা রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়নি, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার লঙ্ঘন।”
এদিন দুপুরে রংপুরে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তিনি বলেন, “আনুপাতিক প্রতিনিধিত্বের নামে ভোটব্যবস্থায় হস্তক্ষেপ হলে দেশ আরও গভীর স্বৈরশাসনের দিকে চলে যাবে। বিএনপি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চায়।”
একুশে সংবাদ/স.ট/এ.জে