‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শিরোনামে এক বিশেষ আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ আয়োজন।
দলীয় সূত্রে জানা গেছে, অতীতের রাজনৈতিক সংগ্রামে নিহতদের পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। একইসঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারাও আলোচনা পর্বে অংশ নেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বলে জানা গেছে।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
একুশে সংবাদ/আ.ট/এ.জে