AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্যাসিস্ট আ.লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে: সালাহউদ্দিন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১০ পিএম, ২৫ অক্টোবর, ২০২৫

ফ্যাসিস্ট আ.লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে: সালাহউদ্দিন

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনরাবির্ভাবের সব দরজা বন্ধ করতে হবে।”

শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশের স্বার্থে মতাদর্শগত পার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি অনৈক্যের কারণে স্বৈরশাসনের প্রত্যাবর্তন ঘটে, জাতি আমাদের ক্ষমা করবে না। আমাদের পূর্বসূরিদের রক্তের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।”

নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “কয়েকটি লেখার কারণে আমাকে সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে। আয়নাঘর ও কারাগারে নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু কখনো সংগ্রামের পথ থেকে সরে আসিনি।”

তিনি আরও বলেন, “এক সময় আমি এবং সাংবাদিক মাহমুদুর রহমান পিজি হাসপাতালের প্রিজন সেলে ছিলাম। তিনি তখন অনশন করছিলেন। আমি তাকে অনুরোধ করেছিলাম অনশন ভঙ্গ করতে, কারণ এতে সরকার খুশি হতো। পরবর্তীতে প্রবীণ নেতারা গিয়ে তার অনশন ভঙ্গ করান।”

বিএনপির এই নেতা বলেন, “আমরা ছাত্র আন্দোলনের গৌরবময় ইতিহাসের উত্তরসূরি। সেই সংগ্রামী অতীতই আমাদের নতুন বাংলাদেশ গঠনের প্রেরণা। আমাদের সন্তানদের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করাই হবে আমাদের দায়িত্ব।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!