AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আ.লীগ ও জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: আখতার হোসেন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪১ পিএম, ২৪ অক্টোবর, ২০২৫

আ.লীগ ও জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: আখতার হোসেন

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি—দুই দলকেই অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২৪ অক্টোবর)  রাতে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, “বিগত সময়ে জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী দল হিসেবে কাজ করেছে। তাদের ভূমিকার কারণেই দেশে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে। এখনো তারা খুনিদের পক্ষ নিয়ে কথা বলছে। তাই জনগণের স্বার্থে এ দুটি দলকেই নির্বাচনের বাইরে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি সরকারকে টেবিলেই সম্পন্ন করতে হবে। নব্বইয়ের মতো কাগুজে সিদ্ধান্ত হলে আবারও রাজপথে নামতে হবে।”

সভায় দলের ঢাকা জেলা ও মহানগর পর্যায়ের সমন্বয়কারীরা সাংগঠনিক সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

আখতার হোসেন অভিযোগ করে বলেন, “রাজনৈতিক দলগুলোর দাবি সত্ত্বেও সরকার জুলাই সনদের আইনি কাঠামো নিয়ে এখনো স্পষ্ট অবস্থান নেয়নি। সেদিন আমরা স্বাক্ষর করলে সনদের অপমৃত্যু ঘটত।”

তিনি বলেন, “আমরা শুধু নির্বাচনী রাজনীতিকে নয়, সংস্কার প্রক্রিয়াকেও এগিয়ে নিয়েছি। আমাদের চাপেই ঐকমত্য কমিশনকে সংস্কার প্রক্রিয়ায় অগ্রসর হতে হয়েছে।”

আরপিও সংশোধনের প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব বলেন, “কোনো একটি দলের সিদ্ধান্তের প্রভাবে যদি নির্বাচন আইন পরিবর্তন করা হয়, তবে মনে করব এর সঙ্গে লন্ডনের বৈঠকের যোগসূত্র রয়েছে। অতীতের মতো গোয়েন্দা নির্ভর নির্বাচন এবার আমরা মেনে নেব না।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “রাজনীতি হবে মানুষের কল্যাণে, ব্যক্তিগত প্রচারণায় নয়। একজন ইমামকে গুম করা হয়েছে—এটি অত্যন্ত দুঃখজনক। আমরা গুম-খুনমুক্ত সমাজ চাই।”

তিনি আরও যোগ করেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সংখ্যা নয়, যোগ্যতাকেই প্রাধান্য দিতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্মমুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা প্রমুখ।

তবে অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!