জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে দলটির কোনো ধরনের সম্পর্ক নেই। শনিবার (২৪ মে) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই বক্তব্য দেন।
তিনি বলেন, “যারা বর্তমানে সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা গণ-আন্দোলনের প্রতিনিধিত্ব করছেন। এনসিপির সঙ্গে তাদের কোনো সাংগঠনিক বা আনুষ্ঠানিক সম্পর্ক নেই।”
সংবাদ সম্মেলনে আহ্বায়ক অভিযোগ করেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনসিপির নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।”
এসময় সরকারের কিছু সিদ্ধান্তে অস্পষ্টতা আছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, বিচার, সংস্কার ও নির্বাচনের বিষয়ে একটি পরিষ্কার রূপরেখা ঘোষণা করা প্রয়োজন, যাতে রাজনৈতিক পরিবেশ স্বচ্ছ ও স্থিতিশীল হয়।
তিনি আরও বলেন, “আন্তর্বর্তী সরকার যদি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পায়, তাহলে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে।”
সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তবে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছে।
দলটির পক্ষ থেকে বলা হয়, স্থানীয় নির্বাচন এগিয়ে আনার বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত। তারা বিশ্বাস করে, সব রাজনৈতিক দল এবং রাষ্ট্রীয় সংস্থার সহযোগিতার ভিত্তিতে চলমান সংকট উত্তরণের পথ তৈরি হতে পারে।
একুশে সংবাদ/স.ট/এ.জে