রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটে সংলগ্ন স-মিলে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আজ (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুনে বেশ কয়েকটি গ্যারেজ ও স-মিল পুড়ে গেছে। গাড়ির গ্যারেজে বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে সিলিন্ডার থাকার কারণে এখনও ঝুঁকি রয়ে গেছে। অতিরিক্ত মানুষের কারণে ঠিকমতো কাজ করা যায়নি। এ সময় ঘটনাস্থলটিকে নিরাপদ করতে অনেক সময় লাগবে বলেও জানান তিনি।
এর আগে, আজ রাত ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ২ ইউনিট কাজ করলেও পরবর্তীতে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে উৎসুক জনতার ভীড়ের কারণে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বেগ পেতে হয়।
স্থানীয়রা জানায়, প্রথমে স-মিলের একটি কোণে আগুন লাগে। পরবর্তীতে একটি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ আছেন কিনা এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ, রাবারের কাচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে। ভেতরে অনেক সিলিন্ডার ছিল।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

