AB Bank
ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাসেল স্কয়ারে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সমবেত হওয়ার জরুরি নির্দেশ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:১১ পিএম, ৩ আগস্ট, ২০২৪
রাসেল স্কয়ারে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সমবেত হওয়ার জরুরি নির্দেশ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের রোববার (৪ আগস্ট) সকালে ধানমন্ডি রাসেল স্কয়ারে সমবেত হওয়ার জরুরি নির্দেশনা দেয়া হয়েছে।

শনিবার (৩ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো সংগঠনটির দফতর সম্পাদক আজিজুল হক আজিজের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সংগঠনটির কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও জাতীয় পরিষদের সব নেতাদের রোববার সকাল ১০টায় ধানমন্ডি রাসেল স্কয়ারের সামনে উপস্থিত থাকতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে জরুরি আহ্বান জানানো যাচ্ছে।
 
এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে রোববার সারা দেশের পাড়া মহল্লায় প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোক র‌্যালি করবে দলটি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!