দেশের সংকটময় পরিস্থিতিতে সারা দেশে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (১৭ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটি এ ঘোষণা দেয়। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ ছাত্র হত্যা এবং ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে তারা।
মঙ্গলবার (১৬ জুলাই) দিনব্যাপী সংঘর্ষে নিহত শিক্ষার্থীদের জন্য শুক্রবার (১৯ জুলাই) দেশের সব মসজিদে দোয়া করবে দলটি।
একুশে সংবাদ/বিএইচ