আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটি দেশের ৩০০টি আসনেই প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন,“আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, বিশেষ করে খালেদা জিয়ার মতো নেতৃবৃন্দ— তাঁদের প্রতি সম্মান দেখিয়ে কিছু আসনে প্রার্থী না-ও দিতে পারি। তবে সর্বাধিক আসনে আমরা ‘শাপলা কলি’ প্রতীকে প্রার্থী মনোনয়ন দেব।”
বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিকে পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,“বাংলাদেশে যাদের টাকা আছে বা এলাকায় প্রভাবশালী তারাই সাধারণত নির্বাচন করে আসছেন। আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। জনগণের গ্রহণযোগ্য, সাধারণ মানুষের পাশে থাকা ব্যক্তিরাই সংসদে যেতে পারেন— এই বার্তা আমরা দিতে চাই।”
অন্য দলের সঙ্গে জোট বা সমঝোতা বিষয়ে তিনি বলেন,“জোটের বিষয়টি রাজনৈতিক ও আদর্শিক প্রেক্ষাপটে বিবেচনা করা যেতে পারে। যদি ‘জুলাই সনদ’-এর সংস্কারমূলক দাবিগুলোর সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা ঐক্য বা সমঝোতার ব্যাপারটি ভাবতে পারি।”
নাহিদ ইসলাম জানান, এই মাসের ১৫ তারিখের মধ্যেই এনসিপির প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

