AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্রলীগ জোর করে বুয়েট দখলের চেষ্টা করছে: মির্জা ফখরুল


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬:০৮ পিএম, ৩১ মার্চ, ২০২৪
ছাত্রলীগ জোর করে বুয়েট দখলের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ছাত্রলীগের সন্ত্রাসীরা জোর করে বুয়েট দখলের চেষ্টা করছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নষ্ট করে দিয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ মার্চ) বিকেলে কাকরাইলের একটি হোটেলে গণফোরামের ইফতার মাহফিলে মির্জা ফখরুল বলেন, দুঃসময়ে রোজা এসেছে, যখন সব পণ্যের দাম মানুষের নাগালের বাইরে।

মির্জা ফখরুল বলেন, বুয়েটে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। কিন্তু জোর করে ক্যাম্পাসে ঢুকেছে ছাত্রলীগ। বাংলাদেশে একটি দুঃসময় চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। মানুষ কোনও সুশাসন খুঁজে পাচ্ছে না।

তিনি বলেন, পুনরুদ্ধার করতে সক্ষম না হলে গণতন্ত্র ও স্বাধীনতা বিপন্ন হবে। তাই নিজেদের অধিকার আদায়ে দলমত নির্বিশেষে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সরকার এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার শেষ পর্যায় চলে এসেছে। ফলে, ভোটের অধিকার, নিজের স্বাধীনতা ও  ভবিষ্যৎ প্রজন্মকে বাচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

যুবকদের অনুরোধ করে ফখরুল বলেন, দুর্বার আন্দোলন গড়ে তুলে ফ্যাসিবাদী সরকারকে দূর করতে হবে। জনগণকে দৃঢ়ভাবে ঐক্য গড়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব৷

এসময় বিএনপির এ আন্দোলনের সাথে একাত্মতা জানান গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু।


একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

 

Link copied!