AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ী জেলা পুলিশের সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সভা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজবাড়ী
০৯:৪৪ পিএম, ১৩ মে, ২০২৪

রাজবাড়ী জেলা পুলিশের সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সভা

রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে শিক্ষার্থীদের সচেতনতায় ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার অপরাধ ও মাদক বিরোধী শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ইকরামুল করিমের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ পিপিএম। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার। সভায় কলেজটির অধিকাংশ শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

এসময় প্রধান আলোচকের বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকারন বলেন, যদি কোন এ্যাকাউন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাকিং বা ফিসিংয়ের শিকার হয় তাহলে সেক্ষেত্রে তারা কিভাবে প্রতিরোধমুলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, কিভাবে তারা তাদের এ্যাকাউন্টের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে পারে এবং এরপরেও যদি কোনভাবে তারা ক্রাইমের শিকার হয়ে যায় সেক্ষেত্রে প্রতিকারমূলক যে ব্যবস্থা পুলিশের সহযোগিতা নেওয়া, সেখানে লিফলেট দেওয়া হয়েছে, ঐখানে হটলাইন নাম্বার থেকে শুর করে সব কিছু আছে। যাতে তারা পুলিশের শরনাপন্ন হতে পারে এছাড়াও বিকাশ ও নগদ প্রতারণা বিষয়ে নিয়েও অলোচনা করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ পিপিএম বলেন, প্রযুক্তিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া যাবে না, সেটা কোনভাবেই সম্ভব নয়।স্মাট বাংলাদেশ হচ্ছে ২০৪১ সালের সেই রুপকল্প ঘোষণা করা হয়েছে। সুতরাং প্রযুক্তিকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাব। প্রযুক্তির এই যুগে আমাদের সন্তানরা যাতে নিরাপদ থাকে, আমাদের ভবিষ্যত, ছাত্রছাত্রীদের জন্য প্রযুক্তি কেন্দ্রিক যে যাত্রা আছে তা যেন নিরাপদ হয় সেই প্রয়াসেই মূলত আজকের এই সচেতনতামূলক সভা। জেলার প্রত্যেকটি স্কুল না হলেও উপজেলার প্রত্যেকটি বড় বড় স্কুল গুলোতে অবশ্যই এ ধরনের সচেতনতামূলক সভা করবো আমরা।


একুশে সংবাদ/জ.হ.প্র/জাহা

 

Shwapno
Link copied!