AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে একজনের মনোনয়নপত্র বাতিল



কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে একজনের মনোনয়নপত্র বাতিল

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে  চতুর্থ ধাপে কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচন।এই নির্বাচনে  ৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৫ জন পুরুষ ভাইস চেয়ারম্যান  ও ৬ জন  মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সহ মোট ১৭ জন প্রার্থী  অন-লাইনে ৯ মে তারিখের মধ্যে মনোনয়ন পত্র দাখিল করেন।

আজ ছিল মনোনয়ন পত্র যাছাই বাছাইয়ের দিন। বাছাইয়ে হলফনামায় অসত্য তথ্য প্রদান করায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দা স্মৃতি আক্তার শাপলার মনোনয়ন পত্রটি বাতিল  এবং অন্য ১৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়।তবে যাছাই বাছাইয়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন ১৩-১৫ মের মধ্যে এবং আপিলের নিষ্পত্তি করা হবে ১৬-১৮ মের মধ্যে।

নির্বাচন অফিস সূত্র জানা যায়, কেন্দুয়া  উপজেলায় ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলিয়ে ২ লাখ ৭২ হাজার ৩৩২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩৯৩৯৬, মহিলা ভোটার ১৩২৮৯৪ ও হিজড়া ভোটার ০৬ জন।

চেয়ারম্যান ৬ প্রার্থী হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মো:নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা  আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ  সম্পাদক, পাইকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো:হুমায়ুন কবির চৌধুরী, কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক ও দুই বারের নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, নেত্রকোনা জেলা পরিষদ সদস্য, সাবেক উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও দুই বারের সাবেক চিরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মোজাফরপুর ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান নুরুল আলম মো: জাহাঙ্গীর চৌধুরী এবং নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হিমালয় গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। 

ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী হলেন  উপজেলার চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র, কেন্দুয়া উপজেলা শাখা ও মানবাধিকার কর্মী মামুনুল।ম কবীর  খান,উপজেলা উলামা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা  হারুনুর রশিদ তালুকদার, যুবলীগ নেতা মো: ইয়ার খান, কেন্দুয়া পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোতাসিম বিল্লাহ এবং অব. সার্জেন্ট মো: ইয়াহিয়া খান।

মহিলা ভাইস চেয়াম্যান পদে ৬ জন হলেন  বর্তমান ভাইস-চেয়াম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষক সেলিনা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা: মিনাআক্তার, মোছা: ফাতেমা বেগম, যুবমহিলা লীগ নেত্রী সুমি আক্তার এবং সৈয়দা স্মৃতি আক্তার শাপলা  মনোনয়নপত্র দাখিল করেছেন। 

কেন্দুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে  জানা যায়,চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে  মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৯ মে, ১২ মে মনোনয়ন পত্র যাচাই বাছাই, ১৩-১৫ মে মনোনয়ন পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ১৬-১৮ মে আপিল নিষ্পত্তি,  প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে,প্রতীক বরাদ্ধ ২০ মে ও ভোটগ্রহন ৫ জুন ব্যালটের মাধ্যমে সকাল ৮ টা হতে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!