আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রকরে নবগঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সভা আগামীকাল বৃহস্পতিবার। সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিষয়টি দলের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দপ্তর সূত্রে জানা যায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক জনাব ড. আব্দুর রাজ্জাক। সঞ্চালনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা