ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণার এক দিন পর ৫৬ নেতা-কর্মী পদত্যাগ করেছেন। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসকল নেতাকর্মীরা পদত্যাগ করেন।
অভিযোগ করে নেতা-কর্মীরা বলেন, যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করে কমিটি ঘোষণা করায় তারা দল থেকে পদত্যাগ করেছেন। এর মধ্যে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের ২৮ জন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১৮ জন ও পৌর স্বেচ্ছাসেবক দলের ১০ জন রয়েছেন।
লিখিত বক্তব্যে জেলা স্বচ্ছোসেবক দলের সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার ভোলা সদর উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি । এতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মতামত মূল্যায়ন না করে পৃথক দুটি কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।কমিটিতে দলের কোনো ত্যাগী ও যোগ্য নেতা স্থান পায়নি। এ নিয়ে দলের ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ আর অসন্তোষ বিরাজ করছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মীর মোস্তাফিজুর রহমান রনি, জাকির হোসেন মনির, হাফিজুর রহমান তসলিম, লুকু চৌধুরী, এবিএস সালামসহ জেলা, সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের পদ বঞ্চিত নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ম/ব
আপনার মতামত লিখুন :