জাতীয় শোক দিবস (২০২১) পালন উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এর স্মরণ সভার আয়োজন করেছে।পহেলা আগস্ট বিকাল ৫ ঘটিকার সময় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর ৫ম তলায়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।
স্বরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ডক্টর নিমচন্দ্র ভৌমিক।
স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন কাজী আরিফ ফাউন্ডেশনের সভাপতি, কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য, লোকমান হোসেন চৌধুরী।
বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি মুশফিকুর রহমান মিন্টু, নারীনেত্রী এলিজা রহমান,গণতান্ত্রিক লীগের সহ-সভাপতি ফাতেমা খাতুন,সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস,ও দপ্তর সম্পাদক কামাল হোসেন।
প্রধান অতিথির ভাষণে ডক্টর নিমচন্দ্র ভৌমিক বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের শাসন থেকে বাঙালিকে মুক্ত করে একাত্তরের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছিল। বাংলাদেশের আদর্শ অসম্প্রদায়িক ক্ষুধা-দারিদ্র্যমুক্ত গণতান্ত্রিক এইজন্য ৭১ ও ৭৫ সালের ঘাতকরা ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে।
এই দিবসটি বাঙালি জাতির শোক দিবস হিসেবে পালন করে এসেছে।
দিবসটিতে আমাদের ঘোষণা হোক যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে সেই ঘাতক জিয়া মোস্তাকের মরণোত্তর বিচার চাই।এবং আগামীতে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা অসম্প্রদায়িক ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়বো।
একুশে সংবাদ/বাবু/প
আপনার মতামত লিখুন :