চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব শওকত আকবর জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র স্বাক্ষরিত এক পত্রে সম্প্রতি শওকত আকবর কে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য (চট্টগ্রাম) মনোনীত করা হয়।
এবিষয়ে শওকত আকবর, জাতীয় পার্টি র চেয়ারম্যান জি,এম,কাদের এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রফেসর মাসুদা এম, রশীদ চৌধুরী এমপি এবং চট্টগ্রাম বিষয়ক অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা পোষণ করেছেন।
একইসাথে সকলের কাছে দোয়া এবং জাতীয় পার্টির চট্টগ্রামের সকল নেতা-কর্মীর কাছে সহযোগিতা চেয়েছেন যেন তিনি এই গুরূ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।
উল্লেখ্য, শওকত আকবর চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে চট্টগ্রাম বন্দর থানা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
একুশে সংবাদ/ক/ব
আপনার মতামত লিখুন :