AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিটিভি-বেতারকে তফসিল ঘোষণার রেকর্ডিংয়ে প্রস্তুত থাকতে ইসির নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৯ পিএম, ৮ ডিসেম্বর, ২০২৫

বিটিভি-বেতারকে তফসিল ঘোষণার রেকর্ডিংয়ে প্রস্তুত থাকতে ইসির নির্দেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে আগাম প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিইসির জাতির উদ্দেশে দেয়া ভাষণ যেন তাৎক্ষণিকভাবে রেকর্ড ও প্রচার করা যায়—সে জন্যই এই নির্দেশনা পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইসির জনসংযোগ শাখা।

সোমবার (৮ ডিসেম্বর) পাঠানো চিঠিতে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ জন্য বিটিভি ও বেতারকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, আগামী ১০ ডিসেম্বর সিইসির ভাষণ রেকর্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিনই সিইসি ও নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই প্রচলিত নিয়ম অনুযায়ী সিইসি জাতির উদ্দেশে দেয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

সূত্র আরও বলছে, রেকর্ডিং শেষে ভাষণটি একই দিন প্রচার করা হতে পারে।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানান, আগামী ১১ ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে।

 

একুশে সংবাদ/ সা এ

 

Link copied!